| |
               

মূল পাতা মুসলিম বিশ্ব ভারতে মুসলিম নির্যাতনের ভয়াবহ চিত্র : 'জয় শ্রী রাম' না বলায় ১৩ বছরের কিশোরকে নির্যাতন


ভারতে মুসলিম নির্যাতনের ভয়াবহ চিত্র : 'জয় শ্রী রাম' না বলায় ১৩ বছরের কিশোরকে নির্যাতন


শেখ আশরাফুল ইসলাম     20 April, 2025     12:23 PM    


ভারতে মুসলমানদের উপর বৈষম্য আর নির্যাতনের মাত্রা বেড়েই চলেছে। ক্রমশই আরও ভয়াবহ রূপ ধারণ করছে। শুধু বড়রা নয়, হিংসাত্মক হয়ে উঠছে হিন্দু শিশুরাও। এবার 'জয় শ্রী রাম' বলতে অস্বীকৃতি জানানোর জন্য মাত্র ১৩ বছর বয়সী এক মুসলিম কিশোরকে ছুরিকাঘাত করেছে হিন্দু কিছু কিশোররা।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বাড়ি থেকে বের হয়ে বাসস্টপে যাওয়ার সময় মুসলিম ওই কিশোরের সাথে এই ঘটনা ঘটে। উত্তরপ্রদেশে মহারাজপুর থানার অন্তর্গত সারসৌলের বাসিন্দা ওই কিশোর। 

জানা যায়, একদল হিন্দু শিশু প্রথমে ছেলেটির কাছে এসে পা ধরতে বলে। যখন সে অস্বীকৃতি জানায়, তখন তারা আক্রমণাত্মক হয়ে ওঠে এবং তাকে ‘জয় শ্রী রাম’ স্লোগান দিতে বলে। মুসলিম ওই কিশোর আবারও আপত্তি জানালে ভাঙা কাচের বোতল দিয়ে ছুরিকাঘাত করা হয়। এতে গুরুতর আহত হয়ে স্থানীয় হাসপাতালে  চিকিৎসাধীন রয়েছে সেই কিশোর।

এই ঘটনায় একটি এফআইআর দায়ের করা হয়েছে। বিষয়টির তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সূত্র : মুসলিম মিরর